জকিগঞ্জে কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জে কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সমিতির অন্তর্বর্তীকালীন সভাপতি আফতাব আহমদের সভাপতিত্বে জকিগঞ্জ পাবলিক লাইব্রেরী হলরুমে এ বিশেষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, প্রকল্পের সমাজবীদ শফিকুর রহমান, সমবায় কর্মকর্তার প্রতিনিধি বুরহান উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, সাংবাদিক আল মামুন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, পৌর কাউন্সিলর আছদ্দর আলী, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, যুবলীগ নেতা ফয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মুসলেহ উদ্দিন সুহেল। বিশেষ সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যর কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মুসলেহ উদ্দিন সুহেলকে সমিতির সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও শাহিন আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নবীনতর পূর্বতন