সাপ্তাহিক সবুজ প্রান্ত ::
জকিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১০ টার সময় ভরন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জকিগঞ্জের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা মো. আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, এওয়ার্ডের উপজেলা সমন্বয়কারী তুতিউর রহমান চৌধুরী, ফুলতলী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জুবায়ের আহমদ।
উপস্থিত ছিলেন সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।
বিষয়
স্থানীয় সংবাদ