জকিগঞ্জের ফুটপাত দখল করে থাকা ফলবাজার স্থানান্তর

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ পৌরশহরের সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যস্ততম পয়েন্ট এম. এ হক চত্বর সংলগ্ন শিশুপার্কের প্রাচীর ঘেষা অর্ধেক রাস্তা বন্ধ রেখে ফুটপাত দখলে থাকা ফলবাজার অবশেষে স্থানান্তর হল। রবিবার মধ্যরাতে কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুলের নেতৃত্বে ফলবাজার স্থানান্তর কাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন আ'লীগনেতা এম.এ জি বাবর ও নাসিম আহমদ।

বর্তমান স্টেন্ডে থাকা ১৬ টি ফলদোকান ভেঙ্গে ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের জন্য বাজারের পূর্বপাশে বাস স্টেন্ডের কাছে স্থায়ীভাবে নতুন শেড তৈরী করা হয়েছে।

পৌর কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুল জানান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্ঠায় পৌরশহরকে সুন্দর ও পরিচ্চন্ন রাখতে ফলবাজারকে বাসস্টেন্ড এলাকায় স্থায়ীভাবে পূনর্বাসন করা হল। দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিক নতুন ফলবাজারের উদ্বোধন করা হবে।

ফলবিক্রেতা আবুল কালাম বলেন, সাময়িকভাবে ব্যাবসার একটু অসুবিধা হলেও নতুন জায়গায় বাজার জমে উঠবে। ব্যাবসায়ীদের গ্রীস্মকালীন ফলের মৌসুমে বর্তমান স্থানে ব্যাবসা করার সুযোগ দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ ফল বিক্রেতা।

সাবেক পৌর মেয়র আব্দুল মালেক ফারুক এই গুরুত্বপূর্ন স্থানে ফল বিক্রেতাদের অস্থায়ীভাবে ব্যাবসা করার জন্য শেড তৈরী করে দিয়েছিলেন। তারপর থেকে সড়ক নোংরা করার কারনে অনেকদিন থেকে ফলবাজারকে অন্যত্র স্থানান্তরের দাবী উঠছিল।

নবীনতর পূর্বতন