ডেঙ্গু থেকে বাচতে ছুটি থেকে ফিরে যা করবেন

আদ্রিক হাসান :::::

ডেঙ্গু ! আতঙ্কের নতুন নাম না হলেও আমাদের কাছে এর ভয়াবহতা বিগত বছরের থেকে এই বছর কতটা বেশি তা আমরা সবাই জানি। ঈদের আগে সকলের কাছে সরকার ও বিভিন্ন সংস্থা থেকে নানা ধরনের সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছিল, কিভাবে ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে বাঁচিয়ে রাখা যায় ও একে প্রতিরোধ করা যায়।

তারই ধারাবাহিকতায় নাগরিকদের সুস্থতার কথা মাথায় রেখে সরকার ও বিভিন্ন সংস্থা থেকে ঈদের ছুটি শেষ করে বাসায় এসে কি কি করণীয় তাও বলে দিয়েছেন। বিশেষ করে শিশুদের জন্য যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ।

যাদের বাড়িতে মশা মারার স্প্রে আছেঃ
• প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের প্রধান দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় ঘরের আনাচে-কানাচে, পর্দার পেছনে, খাটের নিচে স্প্রে করবেন।
• কোনোভাবেই শিশু, বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী নারী প্রথমে ঘরে ঢুকবেন না।
• মশা মারার ওষুধ স্প্রে করার পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন।
• আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
• কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।

যাদের বাড়িতে মশা মারার স্প্রে নেইঃ
• সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
• ফ্যানগুলো ছেড়ে দেবেন।
• কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
• এই কাজগুলো শেষ করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করবেন।
সুস্থ দেহ সুস্থ মন , ভাল থাকুন সারাক্ষন

নবীনতর পূর্বতন