সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
আটগ্রাম-কাড়াবাল্লার সুরমা নদীতে দুর দুরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় পুটামারা পুর্বপাড়া (কোম্পানিগঞ্জ) বনাম পশ্চিম গর্দ্দনা (জৈন্তাপুর) পরস্পর মোকাবেলা করে পুটামারা পুর্ব পাড়া ১ম স্থান অধিকার করেছে, ২য় স্থান অধিকার করেছে গর্দ্দনা (জৈন্তাপুর)। ৩য় হয়েছে মমতাজগঞ্জ (কানাইঘাট)।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটগ্রাম-কাড়াবাল্লা আঞ্চলিক ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাসুক আহমদ চৌধুরী।
লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সদস্য সেলিম আহমদ চৌধুরী ও ছাত্রলীগ নেতা রুমেল আহমদ এর যৌথ পরিচালনায় পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীর মোক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, জকিগঞ্জ পৌর মেয়র বীর মোক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ, আটগ্রাম-কাড়াবাল্লা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কাজলসার ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান প্রমু্খ।