সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বৃহস্পতিবার বিকেলে সোনার বাংলা কনফারেন্স সেন্টারে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এস.আই ফরিদ উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর আ'লীগের সাধারন সম্পাদক মুসলেহ উদ্দীন সুহেল, পৌর কাউন্সিলর রিপন আহমদ, মাসুদ আহমদ, আতাউর রহমান আতাই, জকিগঞ্জ সদর ইউপির সদস্য মুজিবুর রহমান, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- কাউন্সিলর আসদ্দর আলী, মহিলা কাউন্সিলর ছালেহা বেগম, সোনার বাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম, যুবলীগনেতা আব্দুল কাইয়্যুম, জকিগঞ্জ ইউপির বিশিষ্ট মুরুব্বী হাজী ফারুক আহমদ প্রমুখ।