জকিগঞ্জের আনন্দপুরে ব্যাবসায়ীর বাড়ীতে ডাকাতি

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
মঙলবার রাতে জকিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের আনন্দপুর গ্রামে এক ব্যাবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বাড়ীর মালিক জকিগঞ্জ বাজারের শাহজালাল স্যানেটারীর সত্বাধিকারী সজ্জাদুর জানান, রাত অনুমানিক ৩টার দিকে অস্ত্রধারী হাফপ্যান্ট পরা কয়েকজন যুবক আমার বসতঘরের বারিন্দার গ্রীল কেটে ঘরে প্রবেশের দরজা ভেঙ্গে বসতঘরে ঢুকে সকল কক্ষের বিদ্যুৎ বাতিতে সুইচ দেয়। পরে আমিসহ আমার ঘরের অন্য লোকজনকে ভয়ভীতি দেখিয়ে প্রতিটি কক্ষ তসনস করে ও আলমারির তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল সেট নিয়ে ভোর রাত ৪টার দিকে ঘর থেকে বেরিয়ে যায়।

তিনি আরও জানান, ঘরের ভিতরে ছিলো হাফপ্যান্ট পরা অস্ত্রধারী ৩ জন ও বাইরে ছিলো ৪ জন যুবক ঘর ঘিরে রেখেছিলো।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, বাড়ির মালিক অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেয়া হবে। যদি বাড়ি মালিক অভিযোগ দায়ের নাও করেন এরপরও আমরা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।

নবীনতর পূর্বতন