সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
সরকারের সমাজসেবা মন্ত্রনালয়ের অধীনে দেশের বয়স্ক নাগরিকদের প্রতি ছয় মাস অন্তর অন্তর ভাতা প্রদান করা হয়। যা একটি প্রসংশনীয় কাজ। কিন্তু জকিগঞ্জে জনতা ব্যাংকে ভাতা প্রদানের নামে ভোগান্তির শিকার হচ্চেন বয়স্ক নাগরিকরা। রবিবার সকাল ১০ টার সময় রাজমহলের সামনা থেকে ব্যাংক পর্যন্ত দীর্ঘ লাইন দেখে ব্যাংকে ঢুকেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। এসময় পর্যন্ত ম্যানেজার ব্যাংকে আসেননি। ভাইস চেয়ারম্যনকে কাছে পেয়ে বয়স্ক লোকেরা অভিযোগ করেন তাদের ভোগান্তির ব্যাপারে। কখনও কখনও সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় তাঁদের। ব্যংকের কর্মকর্তাদের ধীরগতির কারনে অসহনীয় কষ্ট পোহাতে হয় বয়সের ভারে নূহ্য এসকল ব্যাক্তিদের।
দুপুরের দিকে ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলতে যান ভাইস চেয়ারম্যন মাও. আব্দুস সবুর। জনতা ব্যাংকের ম্যানেজার জানান, ৫ হাজার একাউন্ট আছে বয়স্কভাতার। ফান্ড আসার পরে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়। সমাজসেবা অফিসারের সাথে কথা বলে ইউনিয়ন ভিত্তিক ভাতা প্রদানের দিন ধার্য্য করা হয়। জনতা ব্যাংকে জনবল সংকটের কারনে ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া শৃঙ্খলা রক্ষার জন্য বারবার সমাজসেবা অফিসার সহ সংশ্লিষ্ট সকলে তাগদা দেওয়ার পরেও একজন আনসার বা গ্রামপুলিশ দেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অসুস্থ বয়স্ক মানুষ।
এ ব্যাপারে উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওঃ আব্দুস সবুর বলেন, বিষয়টি আগামী সমন্বয় সভায় উপস্থাপন করব। বয়স্ক লোকদের ভোগান্তি দেখে কষ্ট লাগছে।
বিষয়
স্থানীয় সংবাদ