সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
শনিবার অনুমান ৩ ঘটিকার সময় গঙ্গাজল গ্রামের কন্টেকটার জামাল উদ্দিনের বাড়িতে ডাকাতেরা হামলা করে নগদ ৫/৬ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ, অলংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
কন্টেকটার জামাল উদ্দিনের ছোট ভাই রুবেল আহমদ বলেন রাত ২.৫০ মিনিটের সময় আমার বড় ভাইয়ের বাড়িতে একদল ডাকাত ডুকে নগদ ৫/৬ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ, অলংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এসময় আমার বড় ভাই প্রতিবাদ করলে তার মাথায় ডাকাতেরা গুরত্বরভাবে আগাত করে। এসময় ডাকাতরা ঘরের নারী ও শিশুদের উপর আঘাত করে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত জামাল উদ্দিন বর্তমানে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়ছে।