তার সাথে পরিচয় খুব ছোটবেলা থেকে। সদা হাস্যজ্জল এই মানুষটি বরাবরই শান্তশিষ্ট ও গম্ভীর প্রকৃতির। তবে, সামাজিক মেলামেশায় তার জুড়ি মেলে না। ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সে আমার ১ ব্যাচ জুনিয়র ছিল। কিন্তু তাতে কি হয়েছে? বিকালের আড্ডা কিংবা সাংগঠনিক কাজে সবসময় ছায়ার মত পাশে পাওয়া যেত কাওসারকে। আজ তার বিয়ে স্মারকে লেখতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়েছে।
২০০১ সালে মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল হবে। অনেক বড় বড় আলেম উলামা এসে বয়ান করবেন, তাই টেপ রেকর্ডার নিয়ে আসরের নামাযের পর থেকে অবস্থান নিয়ে আছি, বিশেষকরে সৎপুরী মুহাদ্দীস ছাহেব (রহ)-এর বয়ান রেকর্ড করবো এই অপেক্ষায়। হুজুর আসতে দেরী হচ্চে, তাই ক্লাসরুমে কাওসার সহ কয়েকজন বসে আছি সময় কাটাতে। তারমধ্যে সবার চাপাচাপিতে গুলজারকে একটি সংগীত রেকর্ডিং করতে হল। এরপরে কাওসারের কন্ঠে আমরা শুনলাম "সোমবারে তার জন্ম-মৃত্যু, বুধবারে তাঁর দাফন/মদিনাতে শুইয়া কাঁদেন নবী উম্মতের কারন" নামক করুন সুরের এই গজলটি। কাওসারের গাওয়া গজলটি মনে হয় এখনো আমার ক্যাসেটে সংরক্ষণ আছে। যদিও পরে আর কোন দিন সে সংগীত চর্চা চালিয়ে গেছে কিনা বলতে পারবো না, তবুও সেই দিনের সহজ সরল বালক কাওসারের গাওয়া গজলটির ভংগি, স্মৃতি অনেকদিন মনে থাকবে।
কাওসার; যার অর্থ প্রাচুর্য। সত্যিই প্রাচুর্যময় চরিত্র আমাদের কাওসারের। আসলে নামের একটা বড় আছর মানুষের মধ্যে বড়ধরনের প্রভাব ফেলে। জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি থাকাকালে 'প্রিয় কাওসার' শিক্ষা-সাংস্কৃতিক সম্পাদক। একসাথে সাংগঠনিক জীবনের কত স্মৃতি আজ মনে পড়ছে। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে মজার একটি স্মৃতি, তা হলো ফাজিল ফাইনাল পরীক্ষার শেষদিনে হঠাৎ আমাদের সাথে কামাল ভাই'র প্রক্সি পরীক্ষায় কাওসারকে হলে দেখতে পেলাম। আসলে তখন এক সাবজেক্ট পরীক্ষা বাকী রেখে কামাল ভাই সালাতানাত-অব-ওমান। সেই সুবাদে মাঝে মাঝে সে আমাদের প্রক্সি ক্লাসমেট হওয়ার দাবী করতে পারে !
তারপর সাংস্কৃতিক সংগঠন "দি সিরিয়াস জকিগঞ্জ"-এর গর্বিত সদস্য কাওসারকে নিয়ে মজা করে ট্রল কি ভূলা যায়। সবচেয়ে তার বড় অবদান প্রবাসে সুদূর দুবাই গিয়েও নাজাত ফাউন্ডেশনের মাধ্যমে পিছিয়ে পড়া জকিগঞ্জের ইসলামি শিক্ষা উন্নয়নে অব্যাহত চেষ্টা সত্যিই কাওসারকে প্রাচুর্যময় করে তুলেছে। আশা করি বাকী জীবনটি তার প্রাচুর্যের মধ্যেই কেটে যাবে। তার অনাগত জীবনের সমৃদ্ধি ও সুন্নাহ আশ্রিত সুখী দাম্পত্য জীবন কামনা করি।
.....................................................................
লেখক : সম্পাদক- সাপ্তাহিক সবুজ প্রান্ত।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক- জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ।