জকিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষনের দায়ে কিশোর গ্রেফতার


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার বিকেলে এক কিশোরকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত কিশোর জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এমাদের ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্র আহমদ আল ফাহিম (১৬)।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, গ্রেফতারকৃত কিশোর সোমবার বিকেলের দিকে মানিকপুর গ্রামের ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করে বলে ঐ শিশুর মা বাদী হয়ে জকিগঞ্জ মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ঐ কিশোর ঘটনার সাথে জড়িত থাকার কিছু স্বীকারোক্তী দিয়েছে। ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগে ভিকটিমের মা উল্লেখ করেন, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে তার ভাশুড়ের ছেলে আহমদ আল ফাহিম শিশুটিকে ডেকে বসতঘরের পিছনে টিউবয়েলের কাছে ধর্ষন করে।

নবীনতর পূর্বতন