সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদীর সরকার। আলোচিত এ বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে উল্লেখ করেছে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে যে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল দেশটির অভ্যন্তরীণ বিষয়। নীতিগতভাবে সবসময়ই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে বাংলাদেশ। বুধবার সকালে ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফিরে যাওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা স্পষ্ট করল।
বিষয়
আন্তর্জাতিক