মৌলভীবাজারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা। শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষ্কার গ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মাওলানা বশির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা হওয়ার পেছনে মাদ্রাসার অধ্যক্ষ, ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ, ও অবিভাবকগনের কারনেই উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে।

নবীনতর পূর্বতন