সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
সিলেটের কৃতী সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ এম এ হক চত্বরে মানববন্ধন ও পথসভা হয়েছে। সাংবাদিক আল মামুনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউপি সদস্য আজিজুর রহমান ও মারুফ আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসেইন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ব্যারিস্টার সুমন দেশের শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা ও অসঙ্গতি দূরীকরণে উচ্চ আদালতসহ দেশবাসীর বিশেষ করে তরুণ সমাজের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। একটি কুচক্রীমহল সুমনের মেধা,সাহস ও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। বক্তারা অবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।