সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
নীতিমালা লংঘন করে সার বিক্রি করার অভিযোগে জকিগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্তৃপক্ষ জকিগঞ্জ বাজারের সুমী বীজঘর সীলগালা করে দিয়েছেন সোমবার বিকেলে।
জকিগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান,সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ লংঘন করে জকিগঞ্জ ইউনিয়নের ডিলার শামসুল হক বাবুর বাজারের পরিবর্তে জকিগঞ্জ পৌর এলাকায় দোকান দিয়ে অবৈধভাবে সার বিক্রি সংক্রান্ত একটি অভিযোগ করেন জকিগঞ্জ পৌরসভার সার ডিলার ফারুক আহমদ।
লিখিত অভিযোগের সত্যতা পেয়ে ১৮ আগস্ট সোমবার বিকেলে জকিগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত আশাইদ আলী ম্যানসনের সুমী বীজঘরটি সীলাগালা করা হয়েছে।
বিষয়
স্থানীয় সংবাদ