সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
জকিগঞ্জ থানার কালীগঞ্জ বাজারের লামাবাজার সালমান মালাকারের ববিতা হেয়ার কাটিং সেলুনের সামনে হতে রবিবার সন্ধ্যা ৭ টার সময় জাল টাকার নোট সহ এক যুবককে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক উপজেলার উত্তর আইওর গ্রামের ইন্তাজ আলী উরফে মতু মিয়ার পুত্র আব্দুল আহাদ (২৮)। পুলিশ কালীগঞ্জ বাজারের লামাবাজার সালমান মালাকারের ববিতা হেয়ার কাটিং সেলুনের সামনে হতে ১৭টি ৫০০ টাকার জালনোটসহ গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মামলা হয় এবং আদালতের মাধ্যমে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিষয়
স্থানীয় সংবাদ