জকিগঞ্জে ওসির হাতে ফুল দিয়ে মাদক ব্যাবসায়ীর আত্মসমর্পন


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ থানার নবাগত ওসি মীর মো. আব্দুন নাসের আগামী ৯ আগস্ট শুক্রবারের মধ্যে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের আহবান জানিয়েছেন। ওসির আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে ফুল নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন উপজেলার সুলতানপুর গ্রামের নূর হোসেনের পুত্র দেলোয়ার হোসেন সাগর উরফে সম্রাট সাগর।সাগরের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে।

ফুল নিয়ে থানায় আসার কারণ জিজ্ঞাসা করায় সে নিজের অপরাধের কথা স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে।

ওসি মীর মো. আব্দুন নাসের জানান, সীমান্ত উপজেলা জকিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে । স্থানীয় অনেকেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তিনি জকিগঞ্জ যোগদান করেই উপজেলার বিভিন্ন বাজারে পথসভা করে, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে মত বিনিময় করে মাদকের ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। আত্মসমর্পণ করলে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের নতুনভাবে হয়রানী করা হবে না বলে জানান। 

আরো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবে বলে জকিগঞ্জ থানা পুলিশের বিশ্বাস। আত্মসমর্পন কারীদের প্রতিও পুলিশ বিশেষ দৃষ্টি রাখবে বলে ওসি জানান।

নবীনতর পূর্বতন