জোবেদআলী হাইস্কুলে এসএসসি উত্তীর্ণদের বিদায়ী সংবর্ধনা


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দুপুর ১ টায় ২০১৯ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান ও সহকারী শিক্ষক মাওলানা শাহীন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যন লোকমান উদ্দীন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিমের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা এম এ সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো. কুতুব উদ্দিন ও বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ মাধ্যমিক কল্যাণ ট্রাষ্টের সেক্রেটারী ও অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

ম্যানেজিং কমিটির পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য নোমানুর রশীদ, অভিভাবক সদস্য অলি আহমদ, সাবেক অভিভাবক সদস্য ও সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাইছ, ডা. বাবুল চন্দ্রনাথ, মো. আব্দুল হালিম ও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম শীরু ও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ষ্টাফ কাউন্সিলের সেক্রেটারী সিনিয়র শিক্ষক শব্বির আহমেদ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে দশম শ্রেণীর সামিন ইয়াসির ইসলাম সামি ও ইশরাত জাহান লুবনা এবং ষষ্ঠ শ্রেণীর মাহফুজুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে নুরুল ইসলাম ডালিম।

বিদায়ী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে নবম শ্রেণী বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র মো. নুর উদ্দিন ও পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু স্বপন কুমার বর্মণ। মানপত্র পাঠ করে দশম শ্রেণী বিজ্ঞান শাখার মেধাবী ছাত্রী নোহা সুলতানা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দকে ক্রেষ্ট প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুছ ছত্তার মানিক, শিক্ষিকা শাহেরা ফেরদৌস, সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

নবীনতর পূর্বতন