সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি সরকারিভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান না করায় তা স্থগিত করেছেন প্রকল্পের নিয়ন্ত্রক সংস্থা এওয়ার্ডের নির্বাহী পরিচালক কাজী মো.আবুল কালাম আজাদ।
উপজেলা সমন্বয়কারী তুতিউর রহমান চৌধুরীর নামে ১৯ আগস্ট জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছিল।
কাজী একে আজাদ বলেন, জরিপ কাজ সম্পূর্ণরূপে শেষ হলে পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।
উল্লেখ্য, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এওয়ার্ড-এর ব্যবস্থাপনায় পরিচালিত জকিগঞ্জ উপজেলায় মৌলিক সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৬ মাসের জন্য ৩০০ পুরুষ ও ৩০০ নারী শিক্ষক (খন্ডকালীন) নিয়োগ দেয়ার কথা রয়েছে।
শতদলের নির্বাহী পরিচালক তুতিউর রহমান চৌধুরীকে এই প্রকল্পে উপজেলা সমন্বয়কারী করেছিল বেসরকারী এনজিও সংস্থা 'এওয়ার্ড'।