বিচার বহির্ভূত হত্যা সমর্থন যোগ্য নয় : মাও. আবদুল আউয়াল হেলাল



সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক লন্ডন প্রবাসী মাওলানা আবদুল আউয়াল হেলাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বন্দুকযুদ্ধ নিয়ে কেউ কেউ বাহবা দিতে পারেন, ওসি সাহেব সগর্বে বাহবা নিতেও পারেন। কিন্তু চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী যে ই হোক না কেন বিচার বহির্ভুত হত্যা সমর্থনযোগ্য নয়।

বিবৃতি মাও. হেলাল আরও উল্লেখ করেন, কথিত এই বন্দুকযুদ্ধ দেশের বিচার ব্যবস্থার প্রতি চরম অনাস্থারই প্রকাশ বলে মনে করি। সেই সাথে উর্দী পরা বন্দুকধারীরা যেভাবে বেপরোয়া হয়ে উঠছে তাতে সামগ্রিকভাবে দেশের ভবিষ্যত অন্ধকারের দিকেই এগুচ্ছে।

নবীনতর পূর্বতন