থানাবাজার মাদ্রাসায় অনুষ্ঠানে বক্তারা : দূর্নীতি প্রতিরোধে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিকল্প নেই

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
দূর্ণীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতি ঢুকে গেছে। দূর্নীতির কারনে উন্নয়ন ব্যাহত হচ্চে। সোনার বাংলা গড়তে দূর্ণীতি প্রতিরোধ জরুরী। দূর্নীতি প্রতিরোধে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিকল্প নেই।

সোমবার (৫ আগস্ট-'১৯) দুপুর ১২ টার সময় থানাবাজার মাদ্রাসা কনফারেন্স হলে দূর্ণীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সততা সংঘ কর্তৃক পরিচালিত বিভিন্ন বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন খাদিমানীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা নজমুল ইসালামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধীকার করে আফজল হোসেন, শামস উদ্দিন, নাজির আহমদ, আসরারুল হক গালিব ও আব্দুল ওয়াজেদের নেতৃত্বাধীন দল।

রচনা প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম স্থান অর্জন করে আমিনা বেগম এবং দ্বিতীয় স্থান অর্জন করে আতিয়া রাব্বি জুহরা। “খ” বিভাগে প্রথম স্থান অর্জন করে তাজকিয়া জান্নাত এবং দ্বিতীয় স্থান অর্জন করে মাহি কামরান।

ইসলামী সঙ্গীত প্রতিযোগীতায় “ক” বিভাগে প্রথম স্থান অর্জন করে কল্পনা বেগম এবং দ্বিতীয় স্থান  অর্জন করে তুহিন আহমদ। “খ” বিভাগে প্রথম স্থান অর্জন করে সুমাইয়া আক্তার এবং দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুল মুমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মুকিত মাতারগ্রামী, সহকারী শিক্ষক মাও. আব্দুল মান্নান, মাও. আব্দুল মালিক খলাছড়ী, মাস্টার জিল্লুর রহমান, দেব দূর্লভ কুমার, মাওলানা সেলিম আহমদ, মাওলানা আব্দুল মালিক শিমেরবন্দী, মাওঃ আব্দুল মালিক লালোপাড়ী, মাওলানা আলমগীর হুসেন প্রমুখ।

নবীনতর পূর্বতন