জকিগঞ্জে ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলদ বৃক্ষমেলার শুভ উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. আব্দুস সবুর।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে ফলদবৃক্ষের চারা ও মেশিন প্রদান করা হয়।

নবীনতর পূর্বতন