সিলেটে কাশ্মীর ইস্যুতে আল-ইসলাহ ও তালামীযের বিক্ষোভ-সমাবেশ আজ

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের উদ্যোগে ভারত সরকার কর্তৃক কাশ্মিরে নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ শুক্রবার বাদ জুমু’আ অনুষ্ঠিত হবে।

নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ থেকে বা'দ জুমু'আ মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নবীনতর পূর্বতন