জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত প্রতিবন্ধী রফিকের সর্বশেষ পরিস্থিতি

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বৃহস্পতিবার জকিগঞ্জ বাজারের এম এ হক চত্ত্বরে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধী রফিক আহমদ কয়েল (৩০) গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে কলেজে চিকিৎসাধীন রয়েছে। তিনি পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত খছরু মিয়ার পুত্র।

আহতের বড় ভাই আব্দুস সুবহান জানান ঘটনার পর তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তৃতীয় তলার ১১নম্বর ওয়ার্ডের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছে সে। মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে  জখম রয়েছে তার।

মোটরসাইকেল আরোহী আবুল কালামের আত্মীয় সিয়াম জানান ইতোমধ্যে রফিক আহমদ কয়েল এর চিকিৎসা ব্যয় নির্বাহ করা হচ্ছে। চিকিৎসার বাকিটুকু ব্যয়ভার বহনের আশ্বাস দেন তিনি।

৯নং পৌর ওয়ার্ড কমিশনার আতাউর রহমান কয়েলের সার্বিক পরিস্থিতি নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষন করেছেন এবং তার চিকিৎসার ব্যাপারে খুজ খবর সার্বক্ষনিক তিনি রাখবেন বলে জানিয়েছেন।

নবীনতর পূর্বতন