রুপচাদার সুপার শেফার কোহেলকে মাও. আব্দুস সবুরের অভিনন্দন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
রূপচাঁদা সুপার শেফ ২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছেন জকিগঞ্জের মো. কোহেল তাপাদার। 'চ্যানেল আই'-এ প্রচারিত হয় রূপচাঁদা সুপার শেফ এবারের আসরের ১৫ টি পর্বসহ গ্র্যান্ড ফাইনাল। চ্যাম্পিয়ন মোঃ কোহেল তাপাদার পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট ও ৫ লক্ষ টাকা।

জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবীনতর পূর্বতন