সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা গতকাল শনিবার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পূর্বজামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে এ বিদ্যালয়েও প্রধান শিক্ষককে পাননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, সহ-সভাপতি আবুল কালাম সহ ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষা কর্মকর্তার নিকট প্রধান শিক্ষকের নানা অনিয়মের কথা তুলে ধরে বলেন, প্রায়ই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
স্ত্রীর অসুস্থতার জন্য তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন সহকারী শিক্ষক কবির আহমদ ।
শিক্ষা কর্মকর্তা বলেন, ৪ টি বিদ্যালয় পরিদর্শন করে একটিতেও প্রধান শিক্ষককে হাজির পাওয়া যায়নি। এভাবে বিদ্যালয় চলতে পারে না। দেশের অন্য কোন উপজেলায় এমন হয় করে আমার জানা নাই। জকিগঞ্জে সদ্য যোগদান করা এ কর্মকর্তা বলেন, শিক্ষকদের এ অন্যায় সহ্য করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।