জকিগঞ্জে ক্রসফায়ারে ডাকাত নিহত



সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
ইয়াবার নতুন রাজ্য জকিগঞ্জে ক্রসফায়ার দাবী করে আসছিলেন কেউ কেউ। এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে ইয়াবা উদ্ধার হচ্ছে না জকিগঞ্জ থেকে। শুক্রবারেও ১৮ শ পিস ইয়াবা আটক হয়েছে। সে জকিগঞ্জে নতুন ওসি মাদকের বিরুদ্ধে কাজ করছেন প্রাণপনে।

এরই মধ্যে শুক্রবার প্রথম ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। নিহত হয়েছে বহিরাগত এক ডাকাত।
জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত আবদুস শহীদ ফুলুর (৩২) বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

সে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে। গত জুন মাসের ২৭ তারিখে তাকে সিলেট শহর থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছিলো। জকিগঞ্জ থানার বর্তমান ওসি মীর মোঃ আব্দুন নাসের তখন ডিবিতে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের  জানান, মরিচা এলাকার প্রবাসী আব্দুল করিমের বাড়িতে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য নিহত হয়। বাকী ৮/৯ জন ডাকাত পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দুক যুদ্ধের সময় ৩/৪ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে ওসি জানান।

নবীনতর পূর্বতন