সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গি বিরোধী, ডেঙ্গু ও গুজব প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সমাজ থেকে মাদক বন্ধ করতে হলে পরিবার থেকে সচেতনা তৈরী করতে হবে। যারা ধর্মকে বিশ্বাস করে তারা কখনোই মাদকের সাথে জড়িত থাকতে পারেনা। জকিগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ নিয়ে নবাগত ওসিকে এ উপজেলায় নিযুক্ত করা হয়েছে। পুলিশের পক্ষে একাই মাদক নির্মূল করা সম্ভব হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জকিগঞ্জ অচিরেই মাদক মুক্ত হবে। মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। আজকের পর থেকে কেউ জকিগঞ্জে মাদক ব্যবসা করলে তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। থানায় মামলা রেকর্ডের জন্য জনপ্রতিনিধি ও রাজনীতি বিদদের তদবিরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ঘটনা ঘটলে পুলিশ তদন্ত করে সত্যতা পেলে সাথে সাথে মামলা রেকর্ড করতে হবে। জিডি করতে বিলম্ব করা যাবেনা। টাকা ছাড়াই জিডি নিতে হবে।
তিনি আরও বলেন, একটি বিশেষ মহল সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হয়ে নানা ধরণের গুজব ছড়াচ্ছে। প্রতিটি গুজবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাধারণ মানুষ সে বিষয়ে সর্তক থাকতে হবে। কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে তাকে তুলে দিন। ফেসবুকে কেউ বিভ্রান্ত ছড়ালে সাথে সাথে পুলিশকে জানান। পুলিশ অপপ্রচারকারীকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আপোষ যোগ্য অপরাধ করলে প্রথমেই বিষয়টি আপোষ করা ঠিক হবেনা। অপরাধী প্রাথমিকভাবে কিছুটা শাস্তি পেলে ভবিষ্যতে আর অপরাধে জড়াবেনা।
তিনি বলেন, ডেঙ্গু মশা নিয়েও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়া যাবে। বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে পানি ও ময়লা জমে থাকলে ডেঙ্গু মশা জন্ম নিবে। এ ব্যাপারে সবাই সতেচন হলে ডেঙ্গু মশা প্রতিরোধ করা সম্ভব। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সোনারবাংলা কনফারেন্স হলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে ও জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেকের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার উপরোক্ত কথাগুলো বলেন।
এরআগে উপস্থিত সর্বস্থরের বিপুল সংখ্যক ব্যক্তিকে মাদকের বিরুদ্ধে আপোষহীন থাকতে ও আইন শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ করেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়রম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, রিপন আহমদ, ইউপি মেম্বার এসোসিয়শনের সভাপতি সফিউল আলম মুন্না, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক ভিবাকর দেশমূখ্য, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী।
সভায় দর্শক সারিতে থাকা কয়েকজনের অনুভূতি ও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন পুলিশ সুপার।