মূল আরবী : শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান।
অনুবাদ : মো. আবদুল আউয়াল হেলাল
প্রকাশক : ইসলামিক ফাউন্ডেশ ঢাকা, বাংলাদেশ।
ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, খ্যাতিমান লেখক ও গবেষক, উসতাযুল উলামা, শায়খুল হাদীস আল্লামা মো: হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হাফিজাহুল্লাহ এর লিখিত বই," হাদিয়াতুল লাবীব ফী নাবজাতিম মিন সীরাতুন নাবিয়্যিল হাবীব"। সীরাতে হাবীবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বাংলা অনুবাদ এর তৃতীয় সংস্করণ ইসলামিক ফাউন্ডেশন হতে বের হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে বইটির দুটি সংস্করণ আল হাবীব ফাউন্ডেশন, হতে প্রকাশিত হয়েছিল।
মহানবী সা: এর জীবনের নানা দিক জানতে বইটি পাঠে নিশ্চয় আপনি উপকৃত হবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসূল। তাকে সম্মান করা, ভালোবাসা ঈমানের মৌলিক বিষয়। রাসুল সা: কে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসা হয় না। তাই রাসুল সা: কে ভালোবাসতে হলে তাকে অনুস্মরণ করতে হবে, আর রাসুলকে অনুসরণ করতে হলে তার জীবনী তথা সীরত জানতে হবে। তিনি সকলের প্রশংসিত ও নন্দিত নবী। তাকে জানা সকল মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্তপূর্ণ। প্রিয়নবী সা: এর জীবনের মধ্যেই রয়েছে মানবজীবনের মহা আদর্শ।
আল্লামা হবিবুর রহমান সাহেব রাসূল (সা.) এর জীবনী সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের উদ্দেশ্যেই এ গ্রন্থটি আরবীতে প্রণয়ন করেছেন। লেখক তার সারাটি জীবনই রাসুল সা: সীরত নিয়ে অধ্যাপনা করেছেন। বর্তমান সময়ে মহানবী সা: এর সীরত অনুসরণের এক উজ্জ্বল নমুনা হচ্ছেন শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান নিজেই। গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন লেখকের বড় সাহেজাদা, বিশিষ্ট লেখক মাওলানা আব্দুল আউয়াল হেলাল। আর এ গুরুত্বপূর্ণ গ্রন্থটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা। যা পড়ে রাসূল (সা.) সম্বন্ধে আপনার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। যেমন- মুহাম্মদ (সা.)-এর জন্ম ও বংশ পরিচয়, যৌবন ও শৈশব,ওহি নাযিল, মিরাজের কথা, হিজরত, হজ্জ-উমরা,পোশাক পরিচ্ছেদ,রাসূলের ইন্তিকাল, তাঁর সন্তান-সন্তুতি এবং বিবিধ বিষয়ে গুরুত্তপূর্ণ আলোচনা।যা পাঠে যে কোন পাঠককে আকৃষ্ট করবে, রাসুলের জীবনী জানতে। ১০৪ পৃষ্ঠায় সমৃদ্ধ এ গ্রন্থটির কভার ডিজাইন ও ছাপা বেশ সুন্দর। গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।
বইটি সংগ্রহ করার জন্য আজই যোগাযোগ করুন, নিম্নোক্ত লাইব্রেরিতে পাওয়া যাবে ।
১.ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনা বিভাগ,ঢাকা।২.নুমানিয়া লাইব্রেরি, কুদরতউল্লাহ মার্কেট, সিলেট ।৩.সাইমুন লাইব্রেরি, সুবহানিঘাট (শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদরাসার পাশে), সিলেট।
৩. মুজাদ্দেদিয়া কুতুবখানা, বায়তুল মুকাররাম ক্ষুদ্র মার্কেট, ঢাকা।
এছাড়া দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে কিনতে রকমারি . কম এ ভিজিট করতে পারেন।