সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
সোমবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ২০০৭ সালের দাখিল পরীক্ষার্থী ব্যাচের ছাত্রদের উদ্যোগে আয়োজিত মাদ্রাসার সাবেক মরহুম ১২ জন শিক্ষকের ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাও. নূরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. কায়েস মাহমুদ চৌধুরী শিপারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাকীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন।
প্রাক্তন ছাত্র ও পুলিশ কর্মকর্তা মুনিম আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক ও বর্তমানে সোনাপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাছিত, সাবেক শিক্ষক মাও. আব্দুল হামিদ লাল।
অনুভূতি ব্যক্ত করেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাও. ফারুক আহমদ, শিক্ষক মাও. আব্দুল জব্বার, মাওলানা ফদ্বলুর রহমান, মাস্টার আব্দুল আলীম, প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারী মাও. আফতাব আহমদ, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, উপজেলা তালামীযের সেক্রেটারী আবু সাঈদ মো. আশিক।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, সহকারী অধ্যাপক মাও. হোসাইন আহমদ তাপাদার, মাও. মোশাহিদ আহমদ কামালী, প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, প্রভাষক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হামিদ, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. সেলিম আহমদ, উপজেলা আল-ইসলাহ'র অফিস সম্পাদক মাওঃ নজমুল ইসলাম, আল ইসলাহ নেতা মাও. ময়নুল হকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ইন্তেকালকারী ১২জন শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে তাঁদের কর্ম ও জীবনের উপর আলোকপাত করে
মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া পরিচালনা করেন মাও. মোশাহিদ আহমদ কামালী।