থানাবাজারে তাফসীর পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
জকিগঞ্জের থানাবাজার হাবিবীয়া হিফজুল কোরআন মাদ্রাসা কনফারেন্স হলে বুধবার মাগরিবের নামাজের পর 'তাফসীরুল কোরআন যুব পরিষদ'-এর আহবানে পরিষদের সভাপতি কবি মাওলানা এম. এ বাক্বী খালেদের সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'জকিগঞ্জ তাফসীরুল কোরআন মাজীদ পরিষদে'র সেক্রেটারী ও পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান।

তাফসীরুল কোরআন যুব পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিলকে সফল করতে ব্যাপক আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সাউথ আফ্রিকা প্রবাসী মোঃ আব্দুল আহাদ, বারহাল ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক আহমদ হোসাইন, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিল্লুর রহমান, পরিষদের কোষাধ্যক্ষ শামসুল ইসলাম, নির্বাহী সদস্য আলাউদ্দীন পংকি, মোস্তাফা আহমদ তাপাদার, মোস্তাক আহমদ চৌধুরী, নূরুল ইসলাম নানু, আব্দুল হামিদ, শফিকুর রহমান, হাফিজ আব্দুল আলিম জুনেদ, মোঃ মাসুক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম বদই, কামরুল ইসলাম কুমকুম, আব্দুল কাদির, মোঃ হিফজুর রহমান, শামীম আহমদ প্রমুখ।

নবীনতর পূর্বতন