জকিগঞ্জ থানার ওসি হয়ে আসছেন মীর আবু নাসের



সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করবেন মীর মো. আবু নাসের। বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এক অফিস আদেশে তাঁকে জকিগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন। জকিগঞ্জ থানার নবাগত ওসি মীর মো. আবু নাসের এর আগে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ওসি ছিলেন। মাদক বিরোধী সেলের ওসি থাকাকালে জকিগঞ্জ থানায় বেশ কয়েকটি অপারেশন করে প্রশংসিত হয়েছেন।


জকিগঞ্জ থানায় সুন্দর মত দায়িত্ব পালন করতে ও মাদকসহ সকল অপরাধ নির্মূল করতে নবাগত ওসি মীর মো. আবু নাসের সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

নবীনতর পূর্বতন