সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন বালাউট দারুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বলাউটি ছাহেবের সভাপতিত্বে ও মাওলানা জমির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। আলোচনা পেশ করেন মুফতি মাওলানা উবায়দুর রহমান ছাহেব জাদায়ে বালাউটি, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সমাজসেবী আলহাজ্ব ছমর উদ্দিন সোনা মিয়া, হাফিজ আব্দুল গণী, লেখক ও কবি মাওলানা মাহবুবুর রহীম, মাওলানা আজির উদ্দিন প্রমুখ। মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাওলানা ছাফিউর রহমান ছাহেব জাদায়ে বালাউটি।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন
বিষয়
শিক্ষা সংবাদ