জকিগঞ্জের রারাই গ্রামে ছেলেধরা সন্দেহে যুবক আটক

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে ছেলেধরা (কুছুধরা) সন্দেহে এক যুবককে মঙলবার দুপুরে স্থানীয় জনতা আটক করে। যুবকটি এলোমেলো কথা বলায় এবং সাথে থাকা লিপস্টিক সহ অন্যান্য সরঞ্জাম থাকায় সন্দেহ হয় স্থানীয় জনতার। পরে গ্রামের কয়েকজন যুবক তাকে আটক করে স্থানীয় মেম্বার শামসুল হকের বাড়ী নিয়ে আসেন। খবরটি লোকমুখে ছড়িয়ে পড়ায় সাধারন মানুষ ভীড় করে মেম্বারের বাড়ী।

আটক যুবকের সাথে আলাপে সে নিজেকে দেলোয়ার হুসেন, পিতার নাম মৃত ওয়াতির আলী এবং বাড়ী জকিগঞ্জ পৌরসভার পীরেরচক গ্রামে বলে জানায়।

জকিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের (পীরেরচক-আনন্দপুর)- কাউন্সিলর রিপন আহমদ সবুজ প্রান্তকে জানান, ধৃত ব্যাক্তি একজন মানসিক রোগী। সে এর আগেও নদী সাতরিয়ে ভারতে গিয়ে অনেকদিন আটক ছিল। তাকে বাড়ী নিয়ে আসার জন্য ব্যবস্থা নিচ্চি।

নবীনতর পূর্বতন