সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জে কর্মরত সরকারী প্রাইমারী স্কুলের অফিস সহায়কদের সংগঠন 'বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কমিটি' জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে এক সভা শনিবার (১০ আগষ্ট) বিকালে ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য সাবেক সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসস্মতিক্রমে মো. আল আমিনকে সভাপতি, শামীম আহমদকে সাধারন সম্পাদক ও দিলীপ মালাকারকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি অলিউর রহমান, আব্দুশ শহীদ ও মো. আব্দুর রউফ। সহ-সাধারণ সম্পাদক বুরহান উদ্দীন, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল বাছিত, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন।
নির্বাহী সদস্য যথাক্রমে- সুমন আহমদ, অমলেন্দু রায়, জিল্লুর রহমান ও কাওছার আহমদ প্রমুখ।