ওমান প্রবাসী পাঠানচকের জলিল খাঁন আর নেই

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
ফ্রিজ বিস্ফোরনে গুরুতর আহত জকিগঞ্জের পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমান প্রবাসী, পাঠানচক গ্রামের আব্দুল জলিল খানঁ  শনিবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ওমানের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইনালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে নিহত আব্দুল জলিলের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। 

জানা যায়, জলিল খান দীর্ঘদিন থেকে ওমান প্রবাসে থাকতেন। গত ৩০ জুলাই ভোর ৪ টার দিকে তাঁর বাসায় ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দুর্ঘটনা ঘটে। এসময় জলিল খান বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিদ্যুতের সূত্রপাতে গ্যাসের আগুনে জলিল খানের পুরো শরীর পুড়ে যায়। ঘটনার সময় তার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে ওমানের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন। 

এদিকে, জলিল খানের মৃত্যুতে তার গ্রামের বাড়ী জকিগঞ্জের পাঠান চকে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মুরব্বীয়ানসহ গ্রামের প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নবীনতর পূর্বতন