বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দাখিল/এসএসসি ও আলিম/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতী সংবর্ধনা' ৩১ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ বাজার সোনার বাংলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি মো. নাজিম উদ্দিন, সেক্রেটারি জুনেদ আহমদ , জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের সভাপতি মাজেদ আহমদ, সেক্রেটারি জুনেল আহমদ, ইছামতি ডিগ্রি কলেজের সভাপতি মিনহাজ আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহসাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মো: আলিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জাবির, প্রচার সম্পাদক আব্দুস ছামাদ, সহ প্রচার সম্পাদক তাহের আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক খলিলুর রহমান, অফিস সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের আহমদ, সদস্য আবুল কালাম উজ্জ্বল, হাসিব তাপাদার, সাদিক আহমদ, মিসকাত আহমদ, জুয়েল মাহমুদ, আহমদুল হক, ইয়াসিন আরাফাত, তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।