সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বাংলাদেশ সরকারের ব্যুরো অফ নন-ফরমাল এডুকেশনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় ও এসোসিয়েশন অব ওয়ার্কাস ফর আল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড) এর আয়োজনে জকিগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শুভ উদ্বোধন ও জরিপ কর্মীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী মাঠ কর্মীদের অরিয়েন্টেশন হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে ও প্রকল্প সম্মন্বয়কারী এনজিও সংস্থা শতদলের নির্বাহী পরিচালক তুতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা আব্দুস সবুর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ভূইয়া, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্র চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর। উদ্বোধনী অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন এয়ার্ডের নির্বাহী পরিচালক কেএম এ.কে আজাদ।
প্রকল্প পরিচালক জানান, জকিগঞ্জে প্রায় ২৫ হাজার নিরক্ষর লোক রয়েছেন। এর মধ্যে ১৮ হজার নিরক্ষরকে সাক্ষর জ্ঞান দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগস্ট মাসে ৯০ জন জরিপকারী পুরো উপজেলায় নিরক্ষর লোকের তালিকা করবে। পরবর্তী ৬শ কেন্দ্রের মাধ্যমে ৬ মাসে ৬শ শিক্ষক সাক্ষর জ্ঞান দানের কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় জকিগঞ্জ উপজেলার নাগরিকদেরকে শতভাগ স্বাক্ষরতার আওতায় আনা সম্ভব। সরকার গ্রামে’গঞ্জে সকলকে স্বাক্ষরতা শিখাতে কার্যক্রম শুরু করেছে। জরিপকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা দরকার। জরিপকর্মীরাও আন্তরিকতার সাথে তথ্য সংগ্রহ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।