জকিগঞ্জ উপজেলাব্যাপী দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের বৃত্তী দিবে নাজাত ফাউন্ডেশন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বিশ্বের সর্ববৃহৎ সহীহ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জকিগঞ্জ উপজেলার সকল শাখার কৃতি শিক্ষার্থীদের সনদ ও বৃত্তী দিবে স্বেচ্চাসেবী সংস্থা নাজাত ফাউন্ডেশন-সিলেট। এ লক্ষে বৃত্তি প্রাপ্তদের তালিকা তৈরীর কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যন ওমান প্রবাসী মোঃ কামাল আহমদ জানান, সহীহ কোরআন তেলাওয়াত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আমাদের এ কার্যক্রম। এ বছর ১ম ও ২য় গ্রেডে জকিগঞ্জর সকল সেন্টারের কৃত্তি শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি দিতে চাই। আগামী ঈদুল আযহার পরে সুবিধামতো সময়ে বৃত্তি বিতরন করা হবে।


প্রসঙ্গগত, ২০১৬ সালে প্রথমবারের মতো সুলতানপুর, জকিগঞ্জ সদর ইউনিয়ন ও পৌরসভার দারুল কিরাতের কিছু কেন্দ্রের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে শুরু হয়েছিল নাজাত ফাউন্ডেশনের পথচলা। দারুল কিরাতের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও আরো বহুমুখী সামাজিক কাজে নাজাত ফাউন্ডেশনের অংশগ্রহন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী কাওসার আহমদ।

নবীনতর পূর্বতন