দেবরের সাথে পরকিয়ায় বিধবা অন্তসত্ত্বা : থানায় মামলা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বিয়ের প্রলোভন দিয়ে তিন সন্তানের জননী বিধবা নারীকে ৮ মাসের অন্তঃসত্ত্বা করেছে এক দেবর। এ ঘটনায় অন্তসত্ত্বা আফিয়া বেগম সোমবার বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জানা যায়, ২ ছেলে ও ১ মেয়ে রেখে দুই বছর পূর্বে আফিয়া বেগমের স্বামী উপজেলার বারঠাকুরি ইউনিয়নের মাসুক আহমদ মারা যান। ছেলে মেয়েদের মানুষ করার ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করতে রাজী হননি আফিয়া বেগম। কিন্তু আফিয়া বেগম চাচাতো শশুড়ের দিকের দেবর একই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে ৪ সন্তানের জনক আব্দুল করিমের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে ৮ মাসের অন্তস্বত্ত্বা হয়ে পড়েন আফিয়া বেগম।

আফিয়ার অভিযোগ,  এ অবস্থায় বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করে আব্দুল করিম। নিরুপায় হয়ে গ্রামের লোকজনের কাজে বিচার প্রার্থী হলে উল্টো শাস্তির খড়গ নামে অন্তস্বত্ত্বা আফিয়ার উপরই। ছেলে সন্তানসহ তাকে স্বামীর ঘর থেকে বের করে দিয়ে ঘরটি তালাবদ্ধ করে দেয় আব্দুল করিমের লোকজন।

অভিযুক্ত আব্দুল করিমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, আব্দুল করিমকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

নবীনতর পূর্বতন