আসছে ঘূর্ণিঝড় ফণী ; সতর্কতার আহ্বান জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণি ক্রমাগত শক্তি সঞ্চয় করছে, ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় এর ক্ষয়ক্ষতি কমাতে সারাদেশেই চলছে সতর্কতামূলক বিভিন্ন কার্যক্রম।

ঘূর্ণিঝড় এর ক্ষয়ক্ষতি টেকাতে আজ জকিগঞ্জ উপজেলা জুড়ে হয়েছে মাইকিং, জানানো হয়েছে সতর্কতার আহ্বান। প্রতিটি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য অনুরোধও জানিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া আজ জুমআ'র নামাজের পূর্বে জকিগঞ্জে মসজিদ গুলোতেও ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। ইতোমধ্যে সাতটি আশ্রয়কেন্দ্র প্রস্তুতকরণের কাজও শেষ হয়েছে। প্রয়োজনমত যে কোন মুহূর্তে এগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগের সময় জকিগঞ্জের জনসাধারণের করণীয় সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন- 'দুর্যোগ চলাকালীন সময়ে জকিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে৷ তাই মোমবাতি সহ চার্জ লাইটের ব্যবস্থা রাখুন, এবং প্রচুর পরিমাণ শুকনো খাবার সরবরাহে রাখুন।'

এদিকে, ঘূর্ণিঝড় চলকালীন সময়ে আতঙ্কিত না হয়ে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ পৌরসভা মেয়র হাজী খলিল উদ্দিন।

নবীনতর পূর্বতন