জকিগঞ্জের আলোচিত ২ শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

গত ২৪ এপ্রিল জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ডিগ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার অফিস কক্ষে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র সারা উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

অবশেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসনা বেগমকে উপজেলার বিরশ্রী ইউনিয়নের শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির নির্দেশ দিয়েছেন। তাকে আগামী ৫-ই মের মধ্যে তার কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে সিলেট বিভাগীয় প্রাথমিক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রধান অফিস সহকারী আব্দুল খালেক খবরটি নিশ্চিত করেছেন।

নবীনতর পূর্বতন