সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন রামাদান মাসে মেয়ের বাপের বাড়ী থেকে ইফতারির নামে যে জুলুমের জঘন্য প্রথা সমাজে চালু আছে, তা বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ইসলাম কোন জোর-জুলুম সমর্থন করে না। রামাদান মাসে শ্বশুর বাড়ীর লোকজন ইফতারির জন্য মেয়ের উপর যে চাপ প্রয়োগ করেন তা জঘন্য অন্যায়। এই প্রথার বিরুদ্ধে আল-ইসলাহ'র কর্মীদের কাজ করতে হবে। মাহে রামাদান আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রামাদান মাসে যাবতীয় পাপাচার, হিংসাবিদ্বেষ ও মিথ্যা পরিহার করে আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করতে হবে। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী গতকাল ১৬ রামাদান (২২ মে, বুধবার) জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ ও জকিগঞ্জ পৌরশাখার সাধারন সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইসলাহ'র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাও. নূরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাও. এখলাছুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ জাপা নেতা ফারুক আহমদ, সমাজসেবী হাজী আব্দুস সালাম, কাউন্সিলর মাসুদ আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাও. আলাউদ্দীন তাপাদার, যুবলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ আশিক প্রমুখ।
মোঃ হোসাইন আহমদের কোরআন তেলাওয়াত ও গুলজার আহমদের নাত পরিবেশনার মাধ্যমে সূচীত সভায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাংবাদিক আল-মামুন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় নেতা মাও. আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, আল-ইসলাহ নেতা মাও. আবুল কালাম আজাদ, সিলেট জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, আল-ইসলাহ পৌরশাখার সহ-সভাপতি মাও. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. শহীদ উদ্দীন রাজু, প্রচার সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল খালিক আনসারী, শিক্ষা ও সাংস্কৃতিক কবি ছালিক আমীন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আবুল কালাম, অফিস সম্পাদক মাও. দেলোয়ার হুসেন, সমাজকল্যান সম্পাদক শাহাদত আলম নির্বাহী সদস্য জালাল উদ্দীন, আব্দুস শাকুর সজনু, মুসলিম উদ্দীন প্রমুথ।