জকিগঞ্জ পৌরসভা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যন ও ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানকে সংবর্ধনা দিল জকিগঞ্জ পৌরসভা। সোমবার বাদ জোহর পৌর মেয়র হাজী খলীল উদ্দীনের সভাপতিত্বে ও কাউন্সিলর মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যন লোকমান উদ্দীন চৌধুরী, সিলেট মহানগর আল-ইসলাহ'র সহ-সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, উপজেলা মহিলা আ'লীগের সাধারন সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের এ্যডিশনাল এসপি সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ওসি তদন্ত মো. সালাহ উদ্দীন, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকরনাইন লস্কর, বারঠাকুরী ইউপি চেয়ারম্যন মহসিন মর্তুজা চৌধুরী টিপু, পৌর কাউন্সিলার ও প্যানেল মেয়র কামরুজ্জামান কমরু, কাউন্সিলর আব্দুল জলিল, কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিল, কাউন্সিলর রিপন আহমদ, কাউন্সিলর দেলওয়ার হুসেন নজরুল, কাউন্সিলর আতাউর রহমান আতাই, কাউন্সিলর আছদ্দদর আলী,  কাউন্সিলর শামীম আহমদ, মহিলা কাউন্সিলর সুনন্দা শুক্লা, ছালেহা বেগম ও জাহানারা বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মোস্তাকিম হায়দার, উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাও. আফতাব আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শিহাব আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মালেক মালই মিয়া, মোস্তফা আহমদ কামান্ডার, এমএজি বাবর, পৌর আ'লীগের সভাপতি হাজী শামস উদ্দিন, সাধারন সম্পাদক মুসলেহ উদ্দীন সুহেল, আ'লীগ নেতা আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, অব:সার্জেন্ট বিলাল আহমদ, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত সম্পাদক জুবায়ের আহমদ, মধুদত্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তফা উদ্দিন তাপাদার প্রমুখ।

অনুষ্টানে সংবর্ধিত অতিথিবৃন্দ ও প্রধান অতিথিকে ফুলের মালা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করে জকিগঞ্জ পৌরসভা।

নবীনতর পূর্বতন