সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পবিত্র আল কুরআনুল কারীম নাযিলের মাস মাহে রামাদ্বানে সবাইকে কুরআনের খেদমতে আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে আল্লামা ফুলতলী (রহ.) স্মৃতি পরিষদের উদ্দোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। তিনি আরো বলেন, বছরের বাকি ১১ মাসের নাম মানুষ কর্তৃক রাখা হলেও একমাত্র রামাদ্বান মাসের নাম মহান আল্লাহ নিজে রেখেছেন। রামাদ্বান মাসে মহানবী (স.) অপর সকল নফল ইবাদাতের চেয়ে পবিত্র কুরআনের তেলাওয়াতকে বেশী গুরুত্ব দিতেন। আমাদেরও উচিৎ রামাদ্বান মাসে তেলাওয়াতে কুরআনের খেদমত তথা দারুল কিরাতের খেদমতে সবাইকে যথাসাধ্য জড়িত রাখা। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী আরো বলেন, হাদীস শরীফে এসেছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যাক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহন করে এবং অপরকে তা শিক্ষা দেয়। যাবতীয় অন্যায়, অশ্লীল ও গর্হিত কাজ হতে বিরত রেখে পরকালের অপার নিয়ামতরাজির মালিক হতে নিজেকে প্রস্তুত রাখার মহান সুযোগ পবিত্র রামাদ্বান মাস।
জকিগঞ্জ পৌর আল ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও আল্লামা ফুলতলী (রহ.) স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক হাফিজ আলী হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহ সমর্থিত মৌলভীবাজার সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জকিগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিন সুরমা উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, সংযুক্ত আরব আমিরাত আল-ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা জুনাইদুল ইসলাম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোশাহীদ আহমদ কামালী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারিস উদ্দীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাওলানা কুতবুল আলম, থানাবাজার মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন প্রমুখ।
উপজেলা আল-ইসলাহ'র সদস্য মাওলানা ময়নুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত মাহফিলে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আফতাব আহমদ, আল্লামা ফুলতলী স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা ফদলুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অফিস সম্পাদক মাওলানা নজমুল ইসলাহ, সিলেট জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাহ উদ্দিন চৌধুরী, উপজেলা আল-ইসলাহ'র প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সমাজকল্যান সম্পাদক মাস্টার আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল-মনজুর ও সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিক প্রমুখ।