সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ পৌরশাখার ২ নং ওয়ার্ড (হাইদ্রাবন্দ-আলমনগর) এ কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও মাও. হাবিবুর রহমান শাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ। উপস্থিত ছিলেন পৌর আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আজিম উদ্দীন সুহেল, উপজেলা আল-ইসলাহ'র অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, সদস্য মাও. ময়নুল হক, পৌর তালামীযের সভাপতি হাফিজ নাজিম উদ্দীন প্রমুখ।
সভায় ব্যাপক আলোচনা পর্যালোচনা করে মোঃ মোজাম্মিল আলী মুজন মিয়াকে সভাপতি ও রুহুল আমিন রিপনকে সাধারন সম্পাদক এবং আব্দুর রউফ শিবলুকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভায় হাইদ্রাবন্দ ও আলমনগর গ্রামের আল-ইসলাহ, লতিফিয়া ক্বারী সোসাইটি এবং আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ'র অসংখ্য মুরিদিন-মুহিব্বিন উপস্থিত ছিলেন।