সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
ক্ষুদে হাফিজ সৈয়দ মোহাম্মদ ঈসমাইল। জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী পীরনগর গ্রামের সৈয়দ শিব্বির হোসেনের ১১ বছর বয়সের শিশু সন্তান। মাত্র ১৯ মাসে পবিত্র কোরআনুল কারীম হিফজ করার বিরল কৃতিত্ব দেখিয়েছে।
প্রখর মেধার অধিকারী সৈয়দ ঈসমাইল বিরশ্রী কুতুবিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআনের ক্লাসে অংশগ্রহণ করে এই অল্প সময়ে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়। তার শিক্ষক হাফিজ সৈয়দ জিয়াউর রহমান বলেন, ঈসমাইল প্রথমে দৈনিক এক পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করতে শুরু করলেও পরবর্তীতে প্রতিদিন দুই/তিন পৃষ্ঠা করে মুখস্থ করতে আরম্ভ করে। কিন্তু অবাক করা বিষয় হলো, শেষ পর্যায়ে এসে ঈসমাইল দৈনিক ৪-৫পৃষ্ঠা করে মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করে। ৫পৃষ্ঠা করে দৈনিক মুখস্থ করার পাশাপাশি ঈসমাইল প্রতিদিন মুখস্থকৃত পৃষ্ঠাগুলো থেকে ১০পৃষ্ঠা করে দৈনিক মুখস্থ পড়ে শোনাতো। মন-প্রাণ দিয়ে ঈসমাইল অনেক সময় সারাদিন কোরআন মুখস্থ করা ও রিভাইজ দিতো।
জানা গেছে, কোরআন হিফজের প্রতি প্রবল আকর্ষণ ও আন্তরিকতা থাকার কারণে এবং তার উস্তাদের সহযোগিতায় স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয় ছোট্ট বালক সৈয়দ মোহাম্মদ ঈসসাইল