জকিগঞ্জে ইসলাম ধর্মের প্রতি কটুক্তিকারী বিজন চন্দ্রের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহের

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাদারখাল গ্রামের বিজন চন্দ্র রায় কর্তৃক ইসলাম ধর্ম ও  মহানবী (স.) সম্পর্কে জগন্যতম কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় তাঁর প্রতি তীব্র ঘৃনা ও প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে বিষয়টি সমাধানের জন্য ঈদগাহবাজার এলাবাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা কুতবুল আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর স্থান, আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য জকিগঞ্জের শান্ত পরিবেশকে বিজন রায়ের মত কুলাঙ্গারদের কারনে অশান্ত করার পায়তারার ঘৃণ্য অপচেষ্টার দাত ভাংগা জবাব দিতে জকিগঞ্জের মানুষ অতীতের মতো ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে।

নবীনতর পূর্বতন