জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে আল-ইসলাহর কমিটি গঠন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ পৌরসভার আওতাধীন ৪ নং ওয়ার্ড (গন্ধদত্ত-নয়াগ্রাম-কান্দিবাড়ী) এ কমিটি গঠন উপলক্ষে এক সভা পৌরশাখার সভাপতি মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পৌরশাখার সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদলুর রহমান, প্রশিক্ষন সম্পাদক মাও. ফারুক আহমদ কাচারচকী, লতিফিয়া ক্বারী সোসািটি জকিগঞ্জ-বীরশ্রী আঞ্চলিক শাখার সেক্রেটারী মাও. আব্দুল কুদ্দুস বেউরী, পৌর আল-ইসলাহ'র প্রচার সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুর রহিমকে সভাপতি ও মোঃ আব্দুল আহাদকে সাধারন সম্পাদক এবং সাইদুল ইসলাম ফজলুকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

নবীনতর পূর্বতন