জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন মাও. আব্দুস সবুরকে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের বরণ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
৫ম উপজেলা পরিষদ জকিগঞ্জের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যন মাও. আব্দুস সবুরকে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও স্থানীয় আল-ইসলাহ নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যানের অফিসে বরন করে নেন। সকাল ১০ টায় উপজেলা গেইটে ভাইস-চেয়ারম্যান মাও. আব্দুস সবুরকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

পরে মাসিক সাধারন সভায় নব-নির্বাচিত চেয়ারম্যন ও ভাইস-চেয়ারম্যানদ্বয়কে
আনুষ্ঠানিক বরন করে নেন উপজেলা পরিষদ ও প্রসাশনের কর্মকর্তাবৃন্দ। নব-নির্বাচিত চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ খলিল উদ্দীন, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যনববৃন্দ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদ ও আসদ্দর আলী, সাপ্তাহিক সবুজ প্রান্ত সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী, সিলেট জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবুল খয়ের চৌধুরী, সাংবাদিক আহমদুল হক চৌঃ বেলাল প্রমুখ।

সভাশেষে ভাইস-চেয়ারম্যানের অফিসে মাওলানা আব্দুস সবুরকে স্বাগত জানান সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যন ইকবাল আহমদ তাপাদার, নব-নির্বাচিত চেয়ারম্যন লোকমান উদ্দীন চৌধুরী, পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, সহ-সভাপতি  মাও. মুজিবুর রহমান, উপজেলা আল-ইসলাহ'র সদস্য মাও. শাহিন আহমদ প্রমুখ।

নবীনতর পূর্বতন